রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২২
প্রথমে আপনি রকেট এপ্লিকেশনটি ইন্সটল করতে প্লে স্টোর টা ওপেন করুন । তারপর সার্চ বারে রকেট লিখে সার্চ করুন ।
এখানে প্রথমে রকেট অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এখান থেকেই অ্যাপটি ইন্সটল করে নিন। অ্যাপটি ইন্সটল করার পর ওপেন এ ক্লিক করুন । তারপর আপনাকে ভাষাটা চেঞ্জ করতে হবে ।
আপনি বাংলা অথবা ইংলিশ চয়েজ করতে পারেন। আমি ইংলিশটা চয়েজ করে নেক্সট এ ক্লিক করব। তারপর এখানে আপনার ফোন নাম্বারটি টাইপ করুন। আপনি যে ফোন নাম্বারটি দিয়ে রকেট একাউন্ট তৈরী করতে চান সেই ফোন নাম্বারটি টাইপ করে দিন। ফোন নাম্বারটি ওঠানোর পর নেক্সট এ ক্লিক করুন ।
তারপর একটি অপশন দেখতে পারবেন এখানে আপনাকে বলতেছে এই নাম্বারটি দিয়ে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি আপনি কি রেজিস্ট্রেশন করতে চান? যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে ইয়েস এ ক্লিক করুন ।
আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব সে হত ইয়েস এ ক্লিক করব। তারপরে এখানে আপনার ফোন নাম্বারটি দেখতে পারবেন । তারপর অপারেটর এ ক্লিক করে আপনার সিমের অপারেটর চেঞ্জ করতে হবে তো আপনার ফোন নাম্বারটি যদি রবি অপারেটর হয় তাহলে রবি চয়েজ করুন ।
তারপর নেক্সট এ ক্লিক করুন । এখন আপনার ফোনে একটি কল আসবে ডাচ বাংলা অফিস থেকে। আপনাকে এখানে 4 ডিজিটের পিন নাম্বার সেট করতে বলবে। আপনি 4 ডিজিটের পিন নাম্বার সেট করে দিবেন।
আপনি একটু আগে যে পিন নাম্বারটি সেট করেছেন সেই পিন নাম্বারটি এখানে টাইপ করুন। পিন নাম্বারটি ওঠানোর পর ভেরিফাই তে ক্লিক করুন । এখানে পুনরায় পিন নাম্বারটি টাইপ করুন তারপর লগইন এ ক্লিক করুন।
রকেট একাউন্টে প্রবেশ করার পর একটা ইন্টারফেস দেখতে পারবেন । এখান থেকে নিবন্ধন সম্পূর্ণ করুন । নিবন্ধন সম্পূর্ণ করুন এখানে ক্লিক করুন । তারপর এরকম একটি টার্মস এন্ড কন্ডিশন দেখতে পারবেন আপনি চাইলে টার্মস এন্ড কন্ডিশন টি পড়ে নিতে পারেন না পড়লেও কোন সমস্যা নেই ।
এখান থেকে আই এগ্রি তে ক্লিক করুন।
নেক্সট তারপর এখানে দেখতে পারবেন টেক এন আইডি ফটো ।
এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনে এবং পেছনের পথটা স্ক্যান করে দিতে হবে। আমি ক্যামেরা আইকনে ক্লিক করে ভোটার আইডি কার্ডের সামনে এবং পেছনের পথটা স্ক্যান করে দিয়ে দিচ্ছি । আপনারা ঠিক এইভাবে আপনাদের ভোটার আইডি কার্ডের সামনের এবং পেছনের পথটা স্ক্যান করে দিয়ে দিবেন ।
তারপর নেক্সট এ ক্লিক করুন । এখানে আপনার ভোটার আইডি কার্ডের ইনফর্মেশন গুলো দেখতে পারবেন । ভোটার আইডি কার্ডের সাথে এই তথ্যগুলো মিলিয়ে নিবেন । ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে নেক্সট এ ক্লিক করুন । তারপর এখানে আমাদের এই তথ্যগুলো দিতে হবে ।
প্রথমে জেন্ডার সিলেক্ট করুন এবং বাকি ইনফরমেশনগুলো গুলো ঠিক এই ভাবে দেওয়ার পর নেক্সট এ ক্লিক করুন। তারপর এখানে দেখতে পারবেন কাস্টম ফটো এখানে আপনাকে একটি পিকচার তুলতে হবে ।
আপনি যার ভোটার আইডি কার্ডটি ব্যবহার করে এই অ্যাকাউন্টটি তৈরি করেছেন এবং পিকচারটি তোলার সময় আপনাকে তিনবার চোখের পলক ফেলতে হবে । যেমন আপনি ঘুমানোর সময় যেভাবে চোখ বন্ধ করে ঘুমান ঠিক এইভাবে আপনাকে তিনবার করে চোখ বন্ধ করে আবার খুলতে হবে ।
3 সেকেন্ডে তিনবার চোখের পলক ফেলতে হবে তাহলে খুব দ্রুত ছবিটা তোলা হবে । ছবিটি তুলতে নেক্সট এ ক্লিক করুন। ছবিটি তোলার পরও নেক্সট এ ক্লিক করুন। এখানে আপনার অ্যাকাউন্টের পুরো বায়োডাটা টা দেখতে পারবেন । যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কনফির্ম এ ক্লিক করুন।
কিছুক্ষনের ভিতর এসএমএস করে জানিয়ে দিবে আপনার এই একাউন্ট টা এপ্রুভ হয়েছে কিনা। আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবার পরে ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি রকেট এর যাবতীয় লেনদেন করতে পারবেন। ঠিক এভাবেই আপনি রকেট একাউন্ট খুলবেন বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই পোষ্টের নিচে কমেন্ট করে জানাবেন।