Birthday Design Plp- জন্মদিনের শুভেচ্ছা পোষ্টার

MD Azhar Mahmud (Akash)
0

 


হ্যালো বন্ধুরা, আমি MD Azhar Mahmud Akash.  আপনাদের নিয়ে আসলাম নতুন পিএলপি ডিজাইন। এটি হল জন্মদিনের শুভেচ্ছা পোষ্টার ডিজাইন। ফাইলটি বানানো হয়েছে Pixellab apps দিয়ে। ফাইলটিতে CMYK কালার  ব্যবহার করা হয়েছে। ফাইলের সাইজ হচ্ছে  1280x1600 Pix। এটি প্রিন্ট যোগ্য।

Designer: MD AZHAR MAHMUD AKASH


কিভাবে আপনার ফোনে Pixellab plp প্রজেক্ট ফাইল ব্যবহার করবেন?

ধাপে ধাপে নিচের নির্দেশাবলী অনুরণ করুন:


১. প্রথমে আমাদের এই সাইট  থেকে এই প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করুন।


২. তারপর PixelLab অ্যাপে যান এবং My Projects এ ক্লিক করুন বা PLP খুলুন।


৩. এখন উইন্ডোর উপরে .PLP-এ ক্লিক করুন।


৪. ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার থেকে ডাউনলোড করা প্রজেক্ট ফাইল খুঁজে বের করুন।


৫. PLP ফাইল নির্বাচন করুন ও খুলুন এবং যোগ বোতামে ক্লিক করুন।


অভিনন্দন আপনার প্রজেক্ট ফাইল ইনস্টল করা হয়েছে। এখন আপনি সম্পূর্ণরূপে আপনার ডাউনলোড করা plp প্রজেক্ট ফাইল কাস্টমাইজ করতে পারেন।

ব্যবহারকারীর অনুমতি:

এই ডিজাইন টি আপনার ব্যাক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। তবে আপনি ব্যবসায়ীক কাজে ব্যবহার থেকে বিরত থাকবেন আর কোনো ভাবে এই ফাইল টি শেয়ার করতে পারবেন না ফ্রি কিংবা টাকা দিয়ে। এবং এই ফাইল শেয়ার করে ভিডিও বানাতে চাইলে অবশ্যই আমাদের অনুমতি নিতে হবে।

ফ্রিতে ডাউনলোডের ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করুন। তারপরও যদি আপনার ডাউনলোড করতে সমস্যা হয়, তাহলে মন্তব্য করুন বা Facebook এ আমাদের সাথে যোগাযোগ করুন।


Post a Comment

0 Comments
Post a Comment (0)